ভাষা: অত্র ইউনিয়ন অধিবাসীগণ সাধারণত আঞ্চলিক (চট্রগ্রাম) ভাষায় ব্যবহার করে থাকে। বর্তমানে কথ্য ভাষা হিসেবে বিশেষ করে স্কুল, মাদ্রাসা, ও পরিষদে সাধু ও চলিত ভাষা ব্যবহৃত হয়। সকলের লেখ্য ভাষা সাধু ও চলিত ভাষা।
সংস্কৃতি: এ ইউনিয়নের অধিকাংশ মানুষ সংস্কৃতিমনা। এ ইউনিয়নে বিভিন্ন ধর্মালম্বী একে অপরের ভাই ভাই হিসেবে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। এখানে মগ (রাখাইন) সম্প্রদায়ের লোকও বসাবস করে। তারা সাধারণত পানের ছড়া পাহাড়ী এলাকায় বসাবস করে। তাদের সংস্কৃতি অনুষ্ঠানে সকল সম্প্রদায় স্বআনন্দে অংশগ্রহণ করে। বছরের বছরের বিভিন্ন ধরণের সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS