Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ইতিহাস

পর্যটন নগরীর কক্সবাজারের অত্যন্ত সম্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন দক্ষিণ মিঠাছড়ি। অত্র ইউনিয়নটির উত্তরে নদী, দক্ষিণে পাহাড়, পশ্চিমে ঝিলংজা ইউনিয়ন এবং পূর্বে রাজারকুল ইউনিয়ন।  অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে পাহাড়। পাহাড়ের গহিন অরণ্যে হাতির বাস। তারা কখনো কখনো চলে আসে লোকালয়ে। অতীতে আরও অনেক বন্য প্রাণির অস্তিত্ব বিদ্যমান ছিল কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সব। হয়তোবা মাঝে  মাঝে গহীন অরণ্যে হাতি কিংবা হরিণের দেখা মিলে কিন্তু তা আগের মত সচরাচর।

অতীতে এখানকার অধিকাংশ অধিবাসীর প্রধান পেশা ছিল কৃষি। শিক্ষার হার ছিল নগন্য। কিন্তু পর্যায়ক্রমে তা পরিবর্তিত হয়ে মানুষ শিক্ষার প্রতি গুরুত্বশীল হচ্ছে।