এপ্রিল/২০১৪ মাসের মাসিক সভার কার্যবিবরণী:
সভার তাং:- ২০/০৪/২০১৪ইং স্থান:- পরিষদ ভবন
বার: রবিবার সময়:- সকাল ১১.০০ঘটিকা
সভার উপস্থিতি:- পরিশিষ্ট ‘ক’ তে সন্নিবেশিত (হাজিরা খাতা মোতাবেক)
সভাপতি:- জনাব মো: সাইফুল আলম- চেয়ারম্যান
সভার সূচনালগ্নে সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্য শুরু করেন এবং আলোচ্য বিষয় প্রসংগে আলোকপাত করার জন্য সচিবকে অনুরোধ জানান। সভাপতি সাহেবের সম্মতিক্রমে সচিব বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ ও গৃহীত হয়।
প্রসত্মাব নং-০২: ২০১৩-২০১৪ইং অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির অধীন প্রকল্প তালিকাসহ কমিটি দাখিল প্রসংগে।
আলোচনা ও সিদ্ধামত্ম:
সভাপতি সাহেব প্রসত্মাব করেন যে, উপজেলা নির্বাহী অফিসার রামু কার্যালয় স্মারক নং- ৫১.০১.২২৬৬.০০০.৪১.০২৫.১৪-১৮৬ তারিখ: ১৬/০৪/২০১৪ ইং এর মর্মানুযায়ী ২০১৩-২০১৪অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির অধীন প্রকল্প তালিকাসহ বাসত্মবায়ন কমিটি গঠনের কথা বললে উপস্থিত সদস্যগণ আলোচনার অংশগ্রহণ করেন। বিসত্মারিত আলোচনা পর্যালোচনা করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিমণ বর্ণিতভাবে প্রকল্প তালিকাসহ কমিটি গঠন করে সংশিস্নষ্ট কর্তৃপÿÿর নিকট দাখিল করার সিদ্ধামত্ম গ্রহণ করেন।
1. প্রকল্পের নামঃচাইল্যাতলী স্টেশন হতে চাইল্যাতলী মাদ্রাসা পর্যমত্ম রাসত্মা পুন:নিমার্ণ। বরাদ্দ- ৩,৩০,০০০/-
প্রকল্প বাসত্মবায়ন কমিটিঃ
ক্রম | নাম, পিতা/স্বামীর নাম, ঠিকানা | পরিচয় | পদবী |
১. | মোক্তার আহমদ পিতা- মৃত মো: হোছন গ্রাম- বারাইয়া পাড়া |
এম.ইউ.পি |
সভাপতি |
২. | খালেদা আকতার পিতা- মোহাম্মদ সিকান্দর গ্রাম- চেইন্দা চরপাড়া |
এম.ইউ.পি |
সচিব |
৩. | সিরাজুল হক পিতা- মৃত সুলতান আহমদ গ্রাম- বারাইয়া পাড়া |
শিÿক |
সদস্য |
৪. | জাফর আলম পিতা- শওকত আলী গ্রাম- বারাইয়া পাড়া |
সমাজসেবক |
সদস্য |
৫. | হোছন আহমদ পিতা- শওকত আলী গ্রাম- বারাইয়া পাড়া |
সমাজসেবক |
সদস্য |
প্রসত্মাব নং-০৩।২০১৩-২০১৪ইং অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (২য় পর্যায়) কর্মসূচির অধীন প্রকল্প তালিকাসহ কমিটি দাখিল প্রসংগে।
আলোচনা ও সিদ্ধামত্ম:
সভাপতি সাহেব প্রসত্মাব করেন যে, উপজেলা নির্বাহী অফিসার রামু কার্যালয় স্মারক নং- ৫১.০১.২২৬৬.০০০.৯৬.০০১.১৪-১৮৮ তারিখ: ১৬/০৪/২০১৪ ইং এর মর্মানুযায়ী ২০১৩-২০১৪ অর্থ বছরের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (২য় পর্যায়) কর্মসূচির অধীন প্রকল্প তালিকাসহ বাসত্মবায়ন কমিটি গঠনের কথা বললে উপস্থিত সদস্যগণ আলোচনার অংশগ্রহণ করেন। বিসত্মারিত আলোচনা পর্যালোচনা করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নিমণ বর্ণিতভাবে প্রকল্প তালিকাসহ কমিটি গঠন করে সংশিস্নষ্ট কর্তৃপÿÿর নিকট সদয় অনুমোদন্ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দাখিল করার সিদ্ধামত্ম গৃহিত হয়।
প্রকল্প তালিকা:
1. সিকদার পাড়া বেরী বাঁধ নিমার্ণ।
2. ফকিরামুরা মাদ্রাসা রোড হতে সোলাইমানের বাড়ি পর্যমত্ম রাসত্মা মেরামত।
3. পশ্চিম পানের ছড়া কাচা রাসত্মা মেরামত।
4. চেইন্দা ছরারকুল দÿÿণ পাড়া রাসত্মা নিমার্ণ।
পরিশিষ্ট- খ:
প্রকল্পের নাম: সিকদার পাড়া বেরী বাঁধ নিমার্ণ।
প্রকল্প বাসত্মবায়ন কমিটি:
1. নুরম্নল কবির মুজিব- এমইউপি- প্রকল্প চেয়ারম্যান।
2. মনিরা খাতুন জুনু- এমইউপি- প্রকল্প সচিব।
3. মো: মোসত্মফা- শিÿক- প্রকল্প সদস্য।
4. মনোয়ারা বেগম- মহিলা প্রতিনিধি- প্রকল্প সদস্য।
5. মৌ: রমিজ আহমদ- ধর্মীয় নেতা- প্রকল্প সদস্য।
প্রকল্পের নাম: ফকিরামুরা মাদ্রাসা রোড হতে সোলাইমানের বাড়ি পর্যমত্ম রাসত্মা মেরামত
প্রকল্প বাসত্মবায়ন কমিটি:
1. শাকিলা সুলতানা- এমইউপি- প্রকল্প চেয়ারম্যান।
2. মো: ইউসুফ- এমইউপি- প্রকল্প সচিব।
3. লুৎফুল কবির- শিÿক- প্রকল্প সদস্য।
4. উম্মে খাইরম্নন্নেছা - মহিলা প্রতনিধি- প্রকল্প সদস্য।
5. মৌ: হাফেজ সুলতান- ধর্মীয় নেতা- প্রকল্প সদস্য।
প্রকল্পের নাম: পশ্চিম পানের ছড়া কাচা রাসত্মা মেরামত।
প্রকল্প বাসত্মবায়ন কমিটি:
1. খালেদা আকতার- এমইউপি- প্রকল্প চেয়ারম্যান।
2. মোজাহের মিয়া- এমইউপি- প্রকল্প সচিব।
3. মৌ: শামসুল আলম- শিÿক- প্রকল্প সদস্য।
4. আনোয়ারা বেগম- মহিলা প্রতিনিধি- প্রকল্প সদস্য।
5. হাফেজ্ওসমান- ধর্মীয় নেতা- প্রকল্প সদস্য।
প্রকল্পের নাম: চেইন্দা ছরারকুল দÿÿণ পাড়া রাসত্মা নিমার্ণ।
প্রকল্প বাসত্মবায়ন কমিটি:
1. ফরিদুল আলম- এমইউপি- প্রকল্প চেয়ারম্যান।
2. শাকিলা সুলতানা- এমইউপি- প্রকল্প সদস্য।
3. ছায়রা বেগম- শিÿক- প্রকল্প সদস্য।
4. সাজেদা বেগম- মহিলা প্রতনিধি- প্রকল্প সদস্য।
5. মৌ: ছৈয়দুল হক- ধর্মীয় নেতা- প্রকল্প সদস্য।
ডিসেম্বর/২০১৩ মাসের মাসিক সভার কার্যবিবরণী
সভার নং- সভার তারিখ: / /২০১৩খ্রি:
বার- সময়- সকাল ১০.০০ ঘটিকা
স্থান- পরিষদ ভবন সভার ধরণ- সাধারণ সভা।
সভার উপস্থিতি:- পরিশিষ্ট ‘ক’ তে সন্নিবেশিত (হাজিরা খাতা মোতাবেক) ।
সভাপতি:- জনাব সাইফুল আলম- চেয়ারম্যান।
সভার সূচনালগ্নে সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরম্ন করেন এবং আলোচ্য বিষয় প্রসংগে আলোক পাত করার জন্য সচিবকে অনুরোধ জানান।
সভাপতি সাহেবের সম্মতিক্রমে সচিব বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ ও গৃহীত হয়।
প্রসত্মাব- ক) ২০১৩-২০১৪ অর্থ বছরের দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) কর্মসূচীর অধীনে প্রকল্প বাসত্মবায়নের জন্য প্রকল্প তালিকাসহ কমিটি সমূহ গঠন ও অনুমোদন প্রসংগে।
আলোচনা ও সিদ্ধামত্ম:
সভাপতি সাহেব প্রসত্মাব করেন যে, বিগত / /২০১৩খ্রি: তারিখে নং সিদ্ধামত্ম অনুযায়ী দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সার্পোট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় ২০১৩-২০১৪ অর্থ বছরের অর্থ দ্বারা বাসত্মবায়নের জন্য সরকারী নীতিমালা অনুযায়ী উন্মুক্ত ওয়ার্ড সভা হতে প্রাপ্ত প্রকল্প তালিকাসহ ওয়ার্ড কমিটি ও স্কীম সুপারভিশন কমিটি সমূহ সভার উপস্থাপন করার জন্য বললে সচিব উন্মুক্ত ওয়ার্ড সভার কার্যবিবরণী সমুহ সভায় পাঠ করে শুনান। প্রতিটি ওয়ার্ড হতে ৩-৫টি প্রকল্প তালিকা পাওয়া যায়। উক্ত তালিকা হতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাছাই করার জন্য বলা হলে উপস্থিত সদস্যগণন আলোচনায় অংশগ্রহণ করেন। বিসত্মারিত আলোচনা পর্যালোচনা করে উপস্থিত সদস্যদের সর্বসম্মতি ক্রমে নিমণবর্ণিত প্রকল্প তালিকাসহ কমিটি সমুহ গঠন করে অনুমোদন করেন। সংশিস্নষ্ট কারিগরী কর্মকর্তার মাধ্যমে অনুমোদিত প্রকল্প সমূহের প্রাক্কলন, নকসা ও সারপত্র তৈরী করার জন্য উপজেলা নিবার্হী অফিসার রামু মহোদয়ের নিকট দাখিল করার সিদ্ধামত্ম গৃহীত হয়।
প্রসত্মাব নং- ০২) ২০১৩-২০১৪ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের ব্যাংক হিসাব পরিচালনার জন্য মহিলা সদস্য পরিবর্তন প্রসংগে।
আলোচনা ও সিদ্ধামত্ম:
সভাপতি সাহেব প্রসত্মাব করেন যে, ২০১৩-২০১৪ অর্থ বছরের এলজিএসপি-২ প্রকল্পের ব্যাংক চলতি হিসাব নং- ১১২৪-৪ পরিচালনার জন্য সরকারী নীতিমালা অনুযায়ী মহিলা সদস্য পরিবর্তন করা প্রয়োজন। এমতাবস্থায় মহিলা সদস্য খালেদা আকতার এর পরিবর্তে মনিরা খাতুন জুনুর নাম মনোনীত করে Signiture Card পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত সদস্যগণ সর্বসম্মত সিদ্ধামত্ম গ্রহণ করে।
অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের সহিত আমত্মরিক মতবিনিময়ের মাধ্যমে সভার সমাপ্ত ঘোষণা করেন।
চেয়ারম্যান
জুন/২০১৩মাসের মাসিক সভার কার্যবিবরণী:
সভার তাং:- ১৯/০৬/২০১৩ইং স্থান:- পরিষদ ভবন
বার: বুধবার সময়:- সকাল ১১.০০ঘটিকা
সভার উপস্থিতি:- পরিশিষ্ট ‘ক’ তে সন্নিবেশিত (হাজিরা খাতা মোতাবেক)
সভাপতি:- জনাব মো: সাইফুল আলম- চেয়ারম্যান
সভার সূচনালগ্নে সভাপতি সাহেব উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্য শুরু করেন এবং আলোচ্য বিষয় প্রসংগে আলোকপাত করার জন্য সচিবকে অনুরোধ জানান। সভাপতি সাহেবের সম্মতিক্রমে সচিব বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ ও গৃহীত হয়।
প্রস্তাবনং-০২।
দরিদ্রমা’রজন্যমাতৃত্বকালীনভাতাভোগীমহিলাদেরতালিকাদাখিলপ্রসংগে।
সভাপতিসাহেবপ্রস্তাবকরেনযে, অত্রইউনিয়নেরআওতাধীনদরিদ্রমা’রজন্যমাতৃত্বকালীনভাতাভোগীমহিলাদেরতালিকাসরকারিনীতিমালাঅনুযায়ীতৈরিকরারজন্যবলিলেউপস্থিতসদস্যগণআলোচনায়অংশগ্রহণকরেন।
বিস্তারিতআলোচনাপর্যালোচনাকরেউপস্থিতসদস্যদেরসর্বসম্মতিক্রমেনিম্নবর্ণিতভাবেতালিকাতৈরিকরেসংশ্লিষ্টকর্তৃপক্ষেরনিকটদাখিলকরারসিদ্ধান্তগৃহীতহয়।
তালিকা:
ক্রম: | নাম | স্বামীর নাম | ঠিকানা | ওয়ার্ড নং | মন্তব্য |
০১. | নুর নাহার বেগম | নুরুল আলম | কালাখোন্দকার পাড়া | ০৬ |
|
০২. | শাহীনা আকতার | মো: আবদুল্লাহ | কাজীর পাড়া | ০২ |
|
০৩. | হালিমা খাতুন | ওসমান গণি | জিনুর ঘোনা | ০৪ |
|
০৪. | পারভীন আকতার | জিয়াউল হক | কাইম্যার ঘোনা | ০৯ |
|
০৫. | জেসমিন আকতার | ফজল করিম | কাজীর পাড়া | ০২ |
|
০৬. | সেলিনা আকতার | শামসুল আলম | ফকিরামুরা | ০৭ |
|
০৭. | মোহছেনা আক্তার | নুরুল ইসলাম | মিঠাছড়ি কাচা | ০১ |
|
০৮. | মুরশিদা আকতার | মোহাম্মুদুল হক | কাজীর পাড়া | ০২ |
|
০৯. | নাছিমা খানম | জিয়াউল হক | আজিমুদ্দিন পাড়া | ০৩ |
|
১০. | রুবি আকতার | শহীদুল্লাহ | কাজীর পাড়া | ০২ |
|
১১. | শাহিনা আকতার | মো: খোরশেদ | মিঠাছড়ি | ০১ |
|
১২. | সাবেকুন নাহার | সিরাজুল ইসলাম | বারাইয়া পাড়া | ০৬ |
|
১৩. | তছলিমা বেগম | আহমদ রশিদ | কাজীর পাড়া | ০২ |
|
১৪. | ইয়াছমিন আকতার | হাবীব উল্লাহ | কাজীর পাড়া | ০২ |
|
১৫. | বুলবুল আকতার | জামাল হোছন | পশ্চিম উমখালী | ০২ |
|
১৬. | রোজিনা আকতার | মনজুর আলম | কালা খোন্দকার পাড়া | ০৬ |
|
১৭. | রিপতি মুন্নি | ছৈয়দ আহমদ | পশ্চিম উমখালী | ০২ |
|
১৮. | জাহানারা বেগম | নুরুল আমিন | আসমার ঘোনা | ০৭ |
|
১৯. | হাছিনা আক্তার | মো: রবিউল হাসান | ছরারকুল | ০৭ |
|
২০. | ছেনুয়ারা বেগম | রাহমত উল্লাহ | হুয়ারী ঘোনা | ০৭ |
|
২১. | শাহিনা আকতার | আহমদ আলী | পশ্চিম উমখালী | ০২ |
|
অদ্যকারসভায়আরকোনআলোচ্যবিষয়নাথাকায়সভাপতিসাহেবউপস্থিতসকলকেআন্তরিকমতবিনিয়মকরেসভারসমাপ্তিঘোষণাকরেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস